জৈনক এক হিন্দু ভদ্রলোক ১১ নং কাফুরিয়া ইউনিয়নের প্রতিষ্টাতা তার নাম জানা যায়নি।১৯৫০ সালে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত সুলতানপুর গ্রামের পাকা রাস্তার সাথে ইউনিয়ন বোর্ড অফিস ছিল। এবং এই বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সাধুপাড়া গ্রামের ডা: কবির । পরবতীতে এই বোর্ড অফিস কাফুরিয়াতে স্থানান্তরিত করা হয় এই সময় ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন কাফুরিয়া গ্রামের জনাব মো: আহাদ আলী মন্ডল। পরবতীতে ১৯৬০ সালে হাজী মো: ময়েন উদ্দিন সাহেব ইউনিয়ন চেয়ারম্যান হন এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা কিনা হয় ও ইউনিয়ন ভবন নির্মান করে কাফুরিয়া বাজার হতে ইউনিয়ন পরিষদ স্থানান্তরিত করেন তোকিয়া বাজারে ।১৯৬০ সাল হতে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। পরবতীতে ২০০৫ সালে জনাব মো: খবির উদ্দিন সাহেব (বর্তমান চেয়ারম্যন) ভূমি অফিসের সঙ্গে জমি এওয়াজ বদল সুত্রে ভূমি অফিসের জায়গায় বর্তমান কমপ্লেক্স ভবন নির্মান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS